Connecting You with the Truth

ইয়েমেনে রাতভর সৌদি বিমানহামলা, নিহত ৪৩

06052015 yemen strikes_0আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর-পশ্চিম ইয়েমেনের সৌদি আরব ঘেঁষা সীমানায় বিমানহামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনী। ইয়েমেনের সৌদি-সীমান্ত ঘেঁষা সাদা এবং হাজ্জা প্রদেশে এ বোমাহামলা চালায় তারা। স্থানীয় দপ্তর ও অধিবাসীরা বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি হামলাকারীরা বরাবরের মতোই আত্মপক্ষ সমর্থনের বিষয়টি তৈরি রেখেছে। তাদের ভাষ্য হুতিরা শুরুতে উস্কানিমূলক হামলা চালায় সৌদি সীমানায়। এমনকি এ সময় তারা ছয় সেনাকে গ্রেপ্তারও করে। এরপরই ‘উপযুক্ত জবাব’ দিতে ইয়েমেন সীমান্তে এ হামলা চালানো হয়। সৌদি সূত্র জানাচ্ছে এতে অন্তত ২ জন বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছেন। তবে ভিন্ন তথ্য পাওয়া গেছে হুতিদের সঙ্গে যোগাযোগ করে। হুতি-সূত্র জানিয়েছে নিহত বেসামরিক লোকের সংখ্যা ৪৩। এবং আহত হয়েছেন শতাধিক। সারা রাত তো বটেই, বুধবার ভোর পর্যন্ত বোমাহামলা অব্যাহত রাখে সৌদি সেনারা। এতে চরম মানবিক বিপর্যয় নেমে আসে ইয়েমেন সীমান্তে। চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে সৌদি-নেতৃত্বাধীন জোটবদ্ধ সামরিক বাহিনী ইয়েমেনে হামলায় চালায়। ইয়েমের নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়ে আসা রাষ্ট্রপ্রধান মনসুর হাদিকে সমর্থন দিচ্ছে সৌদি আরব এবং বিরোধীতা করছে হুতিদের, যাদের ইরান সহায়তা দিচ্ছে বলে মনে করা হয়।

 

Comments
Loading...