Connect with us

দেশজুড়ে

শান্তিপূর্ণভাবে শেষ হল বেরোবি’র ভর্তি পরীক্ষা ; ফলাফল আগামী ১৩ মে

Published

on

B R U News 06 05 2015

তপন কুমার রায়,  বেরোবি প্রতিনিধি:

শান্তিপূর্ণভাবে দুই দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর মোট ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শেষদিন বুধবার সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরআগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিটে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার তাঁর সঙ্গে ছিলেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মেডিকেল সেন্টারের কর্মরত ডাক্তার, রংপুরের বিভাগীয় কমিশনা, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন ভেন্যুতে দায়িত্বপালনকারী শিক্ষক-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৩ মে তারিখে প্রকাশ করা হবে। ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.admission2014.brur.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১১শ’ ৯৫ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *