ঈদের ছুটি শেষে খুলেছে বেরোবি, সোমবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু
তপন কুমার রায়, বেরোবি সংবাদদাতা ।। শবে-ই-কদর, জমা’তুল বিদাহ, রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রমের মধ্যে দিয়ে খুলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আজ রবিবার থেকে প্রশাসনিক ও অফিসিয়াল কার্যক্রমের মধ্যে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চলতা ফিরে আসে।
এছাড়াও টানা ১৪ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ২৬ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ শেষে আগামীকাল সোমবার থেকে একাডেমিক কার্যক্রম চালু হবে। মেয়েদের জন্য একমাত্র আবাসিক শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আজ সকাল ১০ টা থেকে খুলে দেওযা হয়েছে।
আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে এসে প্রিয় শিক্ষক ও বন্ধুদের সাথে কুশল এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করে। গল্পে মাতিয়ে তোলে প্রিয় ক্যাম্পাসকে। এছাড়াও কয়েকটি বিভাগে শিক্ষকদের নিজ উদ্যেগে আজ থেকেই ক্লাস হবে বলে শিক্ষার্থীদের জানালেও শেষ পর্যন্ত কোন ক্লাস হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য যে, শবে-ই-কদর, জমা’তুল বিদাহ, রমজান ও ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত একাডেমিক ও ১৪ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বাংলাদেশেরপত্র/এডি/এ