Connect with us

ঠাকুরগাঁও

একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির বিরুদ্ধে ইউএনওর নিকট লিখিত অভিযোগ

Published

on

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তির ভীষম জটিলতা অব্যাহত তম্বধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একাদশ শ্রেণীতে অনলাইনের ভর্তির বিরুদ্ধে ২৬ জুলাই গোগর কলেজ ও সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিভাবক নিরঞ্জন বসাক, নিপেন বসাক, কুসমত আলী, ভজিব বসাক বাদী হয়ে ইউএনওর নিকট লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমি আক্তার, ডলি বসাক, পিপাশা বসাক, স্মৃতি বসাক, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে রাণীশংকৈল ডিগ্রী কলেজে আবেদন করেন। কিন্তু ইতিপূর্বে গোগর কলেজের যোগসাজসে সহকারী শিক্ষক মোশাররফ হোসেন নিজ খরচে, কাগজ পত্র ছাড়াই তার ব্যক্তিগত মোবাইল নং ০১৭১৭১৩৬৭১৩ ব্যবহার করে উপরোক্ত ছাত্রীদের নন-এমপিও ভূক্ত গোগর কলেজে অনলাইনে ভর্তির আবেদন করান। অথচ মোশাররফ হোসেন ও গোগর কলেজের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের ভর্তি ব্যাপারে কোন সম্পর্ক নাই। এমতাবস্থায় ছাত্র/ছাত্রীগণ গোগর কলেজে ভর্তি হবে না এদিকে ভাল কলেজে ভর্তির সিট ফাঁকা নেই এমন এক কঠিন সমস্যার মধ্যে ছাত্র/ছাত্রী মুখ থুবড়ে বাড়িতে বসে আছেন মর্মে অভিভাবকগণ চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট সহকারী শিক্ষক ও গোগর কলেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন। ঘটনাটি এলাকায় চাঞ্জল্যকর সৃষ্টি করেছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *