একই ফ্রেমে মোশাররফ-ফারিয়ার
বিনোদন ডেস্ক:
শুরু থেকেই অভিনয়ে বেশ অনিয়মিত লাক্স তারকা ফারিয়া। ২০০৭ সাল থেকে কাজ করলেও এতদিন মোশাররফ করিমের সঙ্গে একফ্রেমে দাঁড়ানো হয়নি তার। সেই আফসোস ঘুচলো ১ সেপ্টেম্বর। মোশাররফ ও ফারিয়া অভিনয় করলেন ‘ফাঁদ’ নাটকে। এটি কোরবানি ঈদের ৬ পর্বের ধারাবাহিক। লিখেছেন আসাদ সোহাগ, পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে মজনু চরিত্রে মোশাররফ করিম আর মিথিলার ভূমিকায় অভিনয় করছেন ফারিয়া। পরিচালক জানিয়েছেন, চার দিন ধরে চলবে নাটকটির দৃশ্যধারণ। এখন পর্যন্ত একদিনের কাজ শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে আবার দৃশ্যধারণ শুরু হবে। নাটকটি প্রচার হবে মাছরাঙা টিভিতে। ‘ফাঁদ’ মূলত অপরাধ করে গ্রাম থেকে শহরে পালিয়ে আসা এক যুবকের গল্প। খুন করে শহরে পালিয়ে আসে মজনু নামের এই চরিত্রটি। শহরে বিভিন্ন জনের সঙ্গে পরিচয় হয় তার। প্রত্যেকের কাছ থেকে প্রতারণার শিকার হয় সে। শহরজুড়ে প্রতারক চরিত্রের ভিড়ে মিথিলাও আলাদা কেউ নয়। তবে তার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ে মজনু। ফারিয়া বলেন, ‘অভিনয়ে নিয়মিত হই না কেন, এমন অভিযোগ অনেকেই করেন। এবার কিছুটা সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। আসছে ঈদের জন্য বেশকিছু নাটকে কাজ করবো। আমি ভাগ্যবতী যে, শুরুটা করতে পারলাম মোশাররফ করিমকে দিয়ে। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটি অনেক মজার।’