একরাম হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদের গ্রেফতার
ফেনী : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক আসামি আবদুল কাদেরকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্প উপ-পরিচালক মেজর মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২০ মে সকালে ফেনী শহর থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় একরামকে কুপিয়ে, গুলি করে তার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।