Connecting You with the Truth

এনডিপি সৌহার্দ্য-২ কর্মসূচি কর্তৃক দুর্যোগ ও বন্যা দুর্গতদের মাঝে গৃহস্থলী সামগ্রী বিতরণ

 বেড়া, পাবনা:
পাবনার বেড়ায় গতকাল সকাল দশটায় ইউএসএআইডি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও এনডিপি কর্তৃক বাস্তবায়িত সৌহার্দ্য-২ কর্মসূচির আওতায় বেড়া উপজেলায় পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে দুর্যোগ বন্যাদুর্গতদের মাঝে গৃহস্থলী সামগ্রী বিতরণ করা হয়। ঐ ইউনিয়নে প্রায় ৩০০ জন পরিবারকে বরাদ্দ সহায়তা সামগ্রী যেমন প্লাস্টিক সিট, ত্রিপল, পাতিল, কলসী, প্লাস্টিকের গ্লাস, বালতি, গামলা, মগ ও কেবিনের মশারি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেড়া ্্উপজেলার চেয়ারম্যান আ: কাদের, বেড়া সমাজ সেবা কর্মকর্তা মোতালেব হোসেন, ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কে এম মনজেল, প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা, কেয়ার মফিজুল ইসলাম (আরপিএম) বেড়া টেকনিক্যাল সাইফুল ইসলাম অফিসার (ডিআরআর)সহ স্থানীয় গণ্য

Comments
Loading...