Connecting You with the Truth

কাউনিয়ায় নবাগত ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার (০৩অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সাথে স্থানীয় সরকারী বে-সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম সরদার, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহম্মেদ,সাপ্তাহীক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রাকিবুল হাসান পলাশ, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আমিন আনছারী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুশান্ত কুমার সরকার, সাধারন সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় অত্র উপজেলায় মাদক বিক্রি ও সেবন, চুরি ছিনতাই, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ নির্মাণ, বাল্য বিবাহ রোধ, দেশী মদের দোকান, নদী ভাঙ্গন, রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও বাস স্ট্যান্ড শৌচাগারসহ ইত্যাদি বিষয় গুলো বক্তব্যে তুলে ধরা হয়।
পরে নবাগত ইউএনও মহাদ্বয় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এসব বিষয় গুলো শোনেন এবং উপজেলার আইশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Comments
Loading...