Connecting You with the Truth

কাউনিয়ায় ব্রাক্ষ্মণ বাড়িয়ার হিন্দু ধর্মালম্বীদের উপর হামলার প্রতিবাদে স্মারকরিপি প্রদান ও সমাবেশ

img_20161105_175619মিজান,কাউনিয়া প্রতিনিধি:  ব্রাক্ষ্মণ  বাড়িয়ার নাসির নগরসহ সারাদেশে হিন্দু ধর্মালম্বীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায়  রংপুরের কাউনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ও র‌্যালী সমাবেশ করেছে উপজেলা হিন্দু ,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জন্মাষ্টমি উদযাপন পরিষদ। আজ শনিবার বিকেলে ঐক্য পরিষদের সভাপতি ও কাউনিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু হেমন্ত কুমার বর্ম্মনের নের্তৃত্বে হামলার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ও উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে সানাই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রবিন্দ্রনাথ বর্ম্মন, জন্মাষ্টমি উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বিনোদ প্রসাদ গুপ্ত, সাধারন সম্পাদক বাবু ক্ষুদিরাম বর্ম্মণ, সাবেক ইউপি সদস্য ভোলা রাম দাস, উপজেলা ছাত্রলীগ নেতা সুশান্ত, প্রভাষক প্রান কৃষ্ণ বর্ম্মণ, মহেন্দ্র নাথ বর্ম্মণ, নির্মল কুমার সরকার, স্বপন কুমার সরকার, অর্জুন চন্দ্র বর্ম্মন, পাপড়ি রাণী, সেতু রাণী প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Comments