Connecting You with the Truth

কালিয়াকৈরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সকালে থানা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কমিউনিটি পুলিশিং এর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
আগামী ৯ এপ্রিল গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশের প্রস্তুতি নিয়েও নানা আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীরের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক, পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.