Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরের মেঘনায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Published

on

লক্ষ্মীপুর প্রতিনিধি:
জেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য প্রশাসন। গত বৃহস্পতিবার দিনব্যাপী কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জালগুলো বিনষ্ট করা হয়েছে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ জানান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আলেকুজামানের নেতৃত্বে মৎস্য প্রশাসন ও মজুচৌধুরীরহাট কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাতে জব্দকৃত জালগুলো সদর উপজেলার মজুচৌধুরীরহাট মাছঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি জানান, জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এরই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থকবে বলে জানিয়েছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *