Connecting You with the Truth

কালীগঞ্জ ভোটমারী রেলস্টেশনে অগ্নিকান্ডে দুটি দোকান পুরে ছাই

কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট:  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভোটমারী রেল স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুণে দুটি দোকান পুড়ে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার ভোটমারী রেল স্টেশনে শনিবার দিবাগত প্রায় রাত দেড় টার  দিকে এ অগ্নিকান্ডোর ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মদাতী ইউনিয়নের ৬নং ওয়াডের মৃত আক্তার উদ্দিনের ছেলে মোঃ মমিনুর ইসলামের হোটেল ও একই গ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে রুহুল আমিনের ঔষধ, বিকাশ ও মোবাইল যন্ত্রাংশের দোকান পুরে ছাই হয়ে যায়।

এই বিষয়ে হোটেল ও দোকানের মালীক মমিনুর ও রুহুল আমিন জানায়, তারা দোকান বন্ধ করে যাওয়ার পর বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে দোকান পুরে ছাই হয়ে যায়। মমিনুর মিয়া আরও জানান, তার হোটেলে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিল। সে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তার হোটেল চালিয়ে ঋণ ও সংসার চালাতেন।  মমিনুর জানায়, তার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা পুরিয়ে যায়, আমি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে দোকান চালিয়ে ঋণ ও সংসার চালাতেন। “এখন আমি ঋণ কেমনে শোধ করব” বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এই বিষয়ে হাট ইজারাদার ( ৫নং মদাতী ইউপি সদস্য) নজরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সাভিসি কর্মীবৃন্দ। পরে রাত আড়াইটার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহীনুর আলম ও ২নং মদাতী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের ঘটনা স্থান পরিদর্শন করেন।

এই বিষয়ে ২নং মদাতী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের জানান, তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করত। তাদের এই ক্ষতিতে তিনি দুঃখ প্রকাশ করেন এবং এব্যাপারে সরকারের কাছে এই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর জন্য আর্থিক সহযোগিতার দাবি জানান। তিনি আরও জানান, হোটেল মালিকের প্রায় ৫ লক্ষ টাকার ও তার পাশের দোকানের ৩ লক্ষ টাকার মালামাল পুরে যায়।

Comments
Loading...