Connecting You with the Truth

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

mrittuগাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলমগীর বেপারী নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গত কাল সকালে ওই কয়েদি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমগীর বেপারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাঁও এলাকার আবদুল হাকিমের ছেলে। গত বছরের ১৬ অক্টোবর একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারের পার্ট-২ এ আসেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, সকালে আলমগীর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments
Loading...