কিশোরগঞ্জ হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
রিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ‘নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ উপলক্ষে গতকাল রোববার (৮মার্চ) সকালে র্যালী শেষে সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন- ক্লিনিক ম্যানেজার নজরম্নল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,মোঃ আলিম উদ্দিন,মোঃ আমান উলস্নাহ,রফিক মিয়া,মোঃ হিরা মিয়া,আহাম্মদ আলী,বাবুল মিয়া,সাংবাদি মোঃ এখলাছ উদ্দিন(রিয়াদ),প্যারামেডিক জুলেখা আক্তার প্রমূখ। উলেস্নখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী রক্তের গ্রম্নপ নির্ণয়ের জন্য ৫০% ছাড় ও কিশোরী ও মহিলা রোগীদের জন্য ২৫% ছাড় মূলে সকল চিকিৎসা সেবা দিবে সূর্যের হাসি ক্লিনিক কতৃপক্ষ।