Connect with us

খেলাধুলা

শ্রীলংকাকে ৬৪ রানে হারালো অস্ট্রেলিয়া

Published

on

srilanka-winস্পোর্টসডেস্ক:  সিডনিতে শ্রীলংকাকে ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অসিদের ৩৭৬ রান তাড়া করতে গিয়ে সাঙ্গাকারার সেঞ্চুরিতে ৩১২ রান তোলে শ্রীলংকা। এই জয়ে পুল ‘এ’তে পয়েন্ট টেবিলের দুই-য়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। খেলায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন ৫১ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। বড় রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই জনসনের বলে হাডিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন লাহিরু থিরিমান্নে। এরপর দ্বিতীয় উইকেটে চাপ সামলানোর পাশাপাশি রানের চাকাকে দ্রুত বাড়িয়ে নেন তিলকারত্নে দিলশান এবং কুমার সাঙ্গাকারা। ৪২ বলে ফিফটি করা দিলশানের ইনিংসে ছিল সাতটি চার। যার ছয়টিই জনসনের করা তৃতীয় ওভারে লাগাতারভাবে।
১৩০ রানের এই জুটিটি ভাঙেন জেমস ফকনার। দিলশান ৬২ করে ফিরলেও সাঙ্গাকারা টিকে ছিলেন সেঞ্চুরি পর্যন্ত। ৪৫ বলে ফিফটি করা সাঙ্গাকারা শতকে পৌছান ১০০ বলে। যাতে ১১টি চারের মার থাকলেও ছক্কা ছিল না একটিও। জয়বর্ধনের সঙ্গে সাঙ্গাকারার তৃতীয় উইকেট জুটি ছিল ৫৩ রানের। তবে ১৯ রান করে জয়বর্ধনে রান আউটে কাটা পড়েন। সেঞ্চুরির পরপর ১০৪ রান করে ফিরে যান সাঙ্গাকারাও।
শ্রীলংকা তবু ম্যাচে ছিল ম্যাথুজ আর চান্দিমালের জুটির কারণে। ৪২তম ওভারে রিটায়ার্ড হার্ড হয়ে চান্দিমাল মাঠ ছাড়ার আগে ৭ ওভারের পঞ্চম উইকেট জুটিতে উঠে ৮০ রান।
মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করা চান্দিমাল ফিরে যেতেই শুরু হয় বিপর্যয়। ৪ উইকেটে ২৮১ রান থেকে ৩১ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় শ্রীলংকা। চান্দিমাল আর ব্যাটিংয়েই নামতে পারেননি।
শেষপর্যন্ত ৪৬.২ বলে নবম উইকেট হিসেবে সেনানায়েক আউট লংকান ইনিংসের ইতি ঘটে। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নিয়েছেন জেমস ফকনার। দুটি করে উইকেট মিচেল স্টার্ক আর মিচেল জনসনের।  এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলে ৫১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *