কুষ্টিয়ার দৌলতপুরে দুই বন্ধুর লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো, উপজেলার দাড়েরপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মশিউর রহমান (২২) ও হুজুর মোল্লার ছেলে রাকিবুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়দের খবরে উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, প্রকৃত তথ্য উন্মোচনে ঘটনার তদন্ত চলছে।