কুড়িগ্রাম রৌমারীতে শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ দিকে হঠাৎ করে শিলা বৃষ্টির প্রভাবে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। এতে বেশি ভাগ ক্ষতি হয়েছে দাঁতভাঙ্গা ইউনিয়নের মিয়ার চর, চরধন তলা, চরশৌলমারী ইউনিয়নের শান্তির চর, ঘুঘুমারী, চরশৌলমারী, পাখিউড়া, খেদাইমারী, বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর, বাইটকামারী, নলবাড়ী, তিনতলী, টাপুর চর, বান্ছার চর, ঝুনকির চর, খনঞ্জনমারা, কুটির চর, ফলুয়ার চর গ্রামসহ রৌমারী সদর ইউনিয়নের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা যায়। বাইটকামারী গ্রামের দরিদ্র কৃষক জামাল উদ্দিন বলেন, বৃষ্টিতে শিল পড়ে আমার থোর ধান ভাংঙ্গে গেছে। আমি গরিব মানুষ আমার এ বোরো ধান ছাড়া কিছু নাই।