Connecting You with the Truth

কেরালায় প্রবল বর্ষণ, ভূমিধ্বসে প্রাণহানী ১১

ভারতের কেরালা রাজ্যে প্রবল বর্ষণের কারণে ভূমিধ্বসে অন্তত ১১ জনের প্রাণহানী হয়েছে। রাজ্যটির ইদুক্কি ও কত্তাইয়াম জেলায় এ প্রাণহানীর ঘটনা ঘটে। রোববার এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রবল বর্ষণের কারণে পানি জমে অনেক স্থানে বন্যা দেখা দিয়েছে। ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, সড়ক-মহাসড়ক ডুবে গেছে পানিতে। অনেক স্থানে ভূমিধ্বসে বাড়িঘর ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কেরালার মূখ্যমন্ত্রী পিনারায়ি ভিজয়ন উদ্ধার অভিযান জোরদার করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

তিনি বর্ষণের কারণে যেসব এলাকায় পানি জমেছে, সে এলাকাগুলোয় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা জোরদার করতে উদ্ধারকারীদের তাগিদ দিয়েছেন। একই সঙ্গে কোভিড নীতিমালা মানার বিষয়েও জোরারোপ করেছেন তিনি।

ভারতের সব রাজ্যের মধ্যে কেরালায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি। আগামী ১৮ অক্টোবর থেকে কেরালায় শিক্ষা-প্রতিষ্ঠান উন্মুক্ত হওয়ার কথা থাকলেও তা দুইদিন পিছিয়ে খুলবে ২০ অক্টোবর।

Comments
Loading...