কোথাও যাবোনা আমি -নাজিম শাহ্রীয়ার
কোথাও যাবোনা আমি
নাজিম শাহ্রীয়ার
এখনো গোছানো হয়নি কিছুই,
ইজেলে রঙ নিয়ে বসে আছি
ছবিটার এখনো কিছুই হয়নি আঁকা ।
এই নদ নদী,বুকভরা শ্বাসের সমুদ্দুর
এই মৃত্তিকার মমতা,ভাষহীন বৃক্ষের বেদনা
অজস্র পাখির গান এখনো হয়নি শোনা।
বাড়ীর সামনে ইলেকট্রিকের তারে বসে
ওই কাকটি কি যেন কি বলতে চায়
সময় দেয়া হয়নি আমার,
অযথা কেটে গেছে জীবনের চুলচেরা হিসেবে ।
গ্রীষ্ম বর্ষা শীত বসন্তের লাবণ্য বিন্যাস
বিস্ফারিত নীলিমা,নক্ষত্রের জলসা
করমুক্ত জ্যোৎস্নালোক,উদার সূর্য,সৌর সম্ভার,
এই পর্বতমালা,ঝর্ণার অবারিত প্রাণ
বিস্তীর্ণ মাঠে সহজ সরল
কাঁধে কাঁধ ঘাসেদের কোটি কন্ঠের সবুজের গান।
আমার আঁকা হয়নি এখনো তাঁর
চিবুকের উপর একটি কালো গোলাপ।
শরৎ সকালটাকে আঁকতে আঁকতে
অসংখ্য মানুষের মনে এখনো হয়নি বিছানো
আমার ভালোবাসার ব্যকুল চাদর !
ঘরে ঘরে গুম হয়ে যাওয়া শ্যামল সুন্দর
আমার তুলির আঁচরে এখনো পাইনি পূর্ণতা !
আমাকে সময় দাও কিছুটা আরো,
বুকের কলসভরে আমি চাই কেবলি সুষমা,
মানুষের মনের নিভৃতে নন্দন কাননের দেখা
আমার এখনো মেলেনি।
তোমার রচিত সকল সুন্দর আমি
দেখে যেতে চাই, আরো আলোর বর্ষন।
মাটি আকড়ে থাকবো পড়ে বৃক্ষের মতোন
কোথাও যাবোনা আমি অন্যকোন ভুবনে।
বিডিপত্র/সাহিত্য