Connecting You with the Truth

কোরীয় উপসাগরে  উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

korea_470112206আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাৎসরিক সেনা মহড়ার মধ্যেই কোরীয় উপসাগরে পরপর দু‘টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উত্তেজনা বাড়িয়ে দিলো উত্তর কোরিয়া। সিউল কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার (২ মার্চ) সকালে পশ্চিমাঞ্চলীয় শহর ন্যাম্পো থেকে কোরীয় উপদ্বীপের পূর্বে অবস্থিত কোরিয়া উপসাগরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এগুলোর পাল্লা ৪৯০ কিলোমিটার বলে ধারণা করছে দ.কোরীয় কর্তৃপক্ষ। ২০১৩ সালেও দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সেনা মহড়া চলাকালে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া বেশ উত্তেজনার সৃষ্টি করে এই অঞ্চলে। উত্তর কোরিয়া এ পর্যন্ত তিনবার পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। প্রথমবার পরীক্ষা চালানো হয় ২০০৬ সালে। এরপর ২০০৯ এবং সর্বশেষ ২০১৩ সালে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় দেশটি।

Comments
Loading...