Connect with us

আন্তর্জাতিক

ইরাকের তিকরিতে ব্যাপক সেনা অভিযান: ২ এলাকা পুনর্দখল

Published

on

bc01042e8a6340389335ad2f90e384d3_18আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকি সেনাবাহিনী দেশটির তিকরিত শহরের পশ্চিম ও উত্তর অংশের দু’টি এলাকা উগ্রবাদী গোষ্ঠী আইএসআইএল’র কাছ থেকে পুর্নদখল করেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ সূত্রগুলো সোমবার জানিয়েছে, ইরাকি সেনাবাহিনী শিয়া স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় তিকরিত শহরের উত্তর অংশের আত- তিন এবং পশ্চিম অংশের আলবু আবিদ থেকে উগ্র সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। ইরাকের দোর শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনী ভারী অস্ত্র, মর্টার, ট্যাংক এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অবশ্য আইএসআইএল এখনো দোর শহরটি নিয়ন্ত্রণ করছে। সেনাবাহিনী ও শিয়া স্বেচ্ছাসেবী বাহিনীর ২৭,০০০ জনেরও বেশি সেনা তিকরিত শহরটিকে আইএসআইএল মুক্ত করতে রোববার তিন দিক থেকে সেখানে অভিযান শুরু করে। তিকরিত শহরটি  ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের নিজ শহর হিসেবে পরিচিত। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হায়দার আল- আবাদি সামারায় এক সংবাদ সম্মেলনে আইএসআইএল সন্ত্রাসীদের উদ্দেশ করে বলেছেন, ‘যারা বিভ্রান্ত হয়েছেন ও ভুল করেছেন বলে মনে করেন আমি তাদের সবাইকে অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি। তিকরিত শহর সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা জন্য তাদেরকে আমি যৌথ বাহিনীর সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।’ স্বেচ্ছাসেবীদের সহায়তায় ইরাকি সেনাবাহিনী গত বছরের মাঝামাঝি সময় থেকে সালাউদ্দিন প্রদেশে আইএসআইএলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *