Connecting You with the Truth

খালেদার কার্যালয়ের সামনে সাবেক ২ নারী এমপিসহ আটক ৬

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সংরক্ষিত আসনের বিএনপি’র সাবেক দুই নারী এমপিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। গত কাল বেলা ২টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিএনপির সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, লায়লা বেগম, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী নিলুফার ইয়াসমিন নিলু, রোকেয়া সুলতানা তামান্না, শিরিন আক্তার, ঝর্ণা খান। নার্গিস আলী বলেন, ম্যাডামের জন্য (খালেদা জিয়া) শুকনো খাবার নিয়ে যচ্ছিলাম আমরা কয়েকজন। কার্যালয়ের গেটে পৌঁছানোর আগেই পুলিশ আমাদের কয়েকজনকে রাস্তায় আটক করে।
গুলশান জোনের এসি নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কূটনৈতিক এলাকায় দলবদ্ধভাবে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। এর আগে পুলিশের সঙ্গে তাদের কোনো কথা হয়নি বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের গুলশান থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Comments
Loading...