খুলনায় আইসিটি আইনের ৫৭ ধারাটি বাতিলের দাবি
খুলনা প্রতিনিধি:
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকের নামে আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় নিন্দা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বলেন, যখন সাংবাদিক প্রবীর শিকদার নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তখন সরকারের উচিৎ ছিল তার নিরাপত্তা দেয়া। কিন্তু তা না করে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দিয়ে তাকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তি দাবি করেন। পাশাপাশি আইসিটি আইনের ৫৭ ধারাটি বাতিলের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশেরপত্র/এডিটর/এমএম