খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন নিহত এক
মো: সাজ্জাদুল ইসলাম-খুলনা
খুলনার নিরালা সংলগ্ন প্রত্যাশা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন।নিহতের নাম বাহাদুর (৪৫)আহতরা হলো আবুল কালাম (৩৪) ও নুরুল ইসলাম (৩৫)আহতদের গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর নিরাল প্রত্যাশা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ বাকি সিলিন্ডার নিষ্ক্রিয় করে। খুলনা মহানগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই খবর নিশ্চিত করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, নিহত বাহাদুর ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করতেন। রবিবার বিকালেও বেলুন বিক্রির জন্য প্রত্যাশা আবাসিক এলাকার একটি মাঠে যান। এই সময় মাঠে বসে তিনি সিলিন্ডারে গ্যাস তৈরির কাজ করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বাহাদুরের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সময় সেখানে থাকা আরও দুই জন আহত হন। নিহতের পিতা আব্দুল জানান, ২৬ মার্চের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্যাস বেলুনের অর্ডার ছিল।২৫মার্চ সন্ধ্যায় নিরাল প্রত্যাশা আবাসিক এলাকায় রাস্তার ধারে বাহাদুর তার দুজন সহকারি নিয়ে চারটি বড় সিলিন্ডারে গ্যাস প্রস্তুতকরছিলেন । হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণে বাহাদুর ঘটনাস্থলে নিহত হয়েছে।এছাড়া সাথে থাকা দুজন গুরুতর আহত হয়েছে। হাসপাতাল সূত্র জানা গেছে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জে- থার্টিন,থুলনা