Connecting You with the Truth

খুলনায় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

train_100888

খুলনা জেলার দৌলতপুরে ঈশ্বরদী থেকে আসা একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনের সহকারী চালক হেদায়েদ হোসেন জানান, ভোরে ধীরগতিতে মালবাহী বগিগুলো খুলনার দৌলতপুর স্টেশনের ৩নং লাইন দিয়ে প্রবেশের মুখে বগি লাইচ্যুত হয়ে দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে তিনি দুর্ঘটনার কারণ জানাতে পারেননি।

দুর্ঘটনার আড়াইঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে বগি দুইটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানা গেছে।

এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকালে খুলনা থেকে কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার, রূপসা আন্তঃনগর ট্রেনগুলো খুলনা থেকে ছাড়তে পারেনি। অপরদিকে খুলনায় প্রবেশের জন্য ৪টি ট্রেন অপেক্ষা করছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.