Connecting You with the Truth

গঙ্গাচড়ায় হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

গঙ্গাচড়া প্রতিনিধি, রংপুর:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।
গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দুজ্জামান ও মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল পাভেল ও আতাউর রহমান আতা, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি চাঁদ মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভি, নোহলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গণেশ রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, লক্ষ্মীটারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রব্বানী, মর্নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম লেবু, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলু, রংপুর জেলা তাতী লীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিয়ার রহমান স্বপন প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

Comments
Loading...