Connecting You with the Truth

গলাচিপায় টোল আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ক্রাইম রিপোর্টার, গলাচিপা:
গলাচিপায় ঘাটের টোল আদায় করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার হরিদেবপুর খেয়া ঘাটে। গুরুতর আহত লালটু পাল (৩২), মফিদুল (৩৫), সোহেল(২৫) কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবু লাল দাস (৫২), বাবুল (২৬) কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দেশি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদের গলাচিপা-হরিদেবপুর খেয়া ঘাটটি বাংলা ১৪২২ সালের জন্য দীলিপ বণিক ইজারা পায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দীলিপ বণিক টোল ওঠাতে গেলে গত বছরের (১৪২১ সাল) ইজারাদার শিবু লাল দাসের ছেলে কার্তিক দাসের নেতৃত্বে ৫০/৬০ জন বহিরাগত সন্ত্রাসী দেশী অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় ১৫ জন আহত হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, জেলা পরিষদের আদেশ মোতাবেক নতুন ইজারাদারকে ঘাট বুঝিয়ে দেয়া হয়েছে।

Comments
Loading...