Connecting You with the Truth

গলাচিপায় ১৫দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি বিষয় ১৫দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়নভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করায় আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও এ ধরনের কর্মসূচি আরো পরিচালনার অনুরোধ জানান। সবশেষে প্রশিক্ষণার্থীদের ভালভাবে প্রশিক্ষণ গ্রহণ করার নির্দেশ দেন। প্রশিক্ষক হিসেবে থাকবেন রাজধানী থেকে আগত প্রশিক্ষক শিশির আহমেদ বাবু, ওমর ফারুক ও মো. আলমগীর মিয়া। প্রাথমিক পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ২০ জনকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।

Comments
Loading...