Connecting You with the Truth

গাইবান্ধায় মধু উৎপাদন বৃদ্ধি কল্পে মৌ-চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে বিসিক

PHOTO-02গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মৌমাছি চাষ ও মধু উৎপাদন বৃদ্ধি কল্পে বিসিক এক কর্মসূচী গ্রহণ করেছে। ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এই কর্মসূচীর আওতায় গাইবান্ধায় বিসিকের উদ্যোগে বিসিক শিল্প নগরীতে সোমবার চলতি অর্থ বছরে মৌমাছি উন্নয়ন শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এই কর্মসূচীর উদ্বোধন করেন।
বিসিকের এজিএম এ.কে.এম মুশফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের এডিডি শওকত ওসমান প্রমুখ।
এতে ৩টি কোর্সে মৌ চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণার্থীদের ৩০ জনকে বিনামূল্যে মৌ চাষের বাক্স, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ছাড়াও মৌ চাষে আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধা জেলা মৌচাষী কল্যাণ সমিতি নামে একটি সমিতি গঠন করে ওই সমিতির ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

Comments