Connecting You with the Truth

গাবতলীতে গৃহবধূকে কুপিয়ে খুন; ঘাতক স্বামী আটক

 

VLUU L100, M100  / Samsung L100, M100

গাবতলী (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে রুবি বেগম (২৮) নামের এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পাষান্ড স্বামী। সোমবার সকাল আনুমানিক ১০টায় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী ঘাতক স্বামী ফুল মিয়াকে আটক করে গাবতলী থানা পুলিশে খবর দেয়, থানার এস আই লালমিয়াসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল হতে ফুলমিয়াকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে ফুল মিয়া গ্রামের একটি জানাযায় অংশ নেয়ার জন্য গোসলের প্রস্ততি নিচ্ছিল। এসময় সে তার স্ত্রী রুবি বেগমকে লুঙ্গী বের করে দিতে বলে। রুবি বেগম সংসারের কাজে ব্যস্ত থাকায় লুঙ্গী দিতে দেরি হলে স্বামী স্ত্রীর মধ্যে কথার বাকবিতন্ডা শুরু হয়, এর এক পর্যায়ে ফুল মিয়া ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে রুবি বেগমের মাথায় এবং শরীরে কোপাতে থাকে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। প্রতিবেশীরা ছুটে এসে ঘাতক ফুল মিয়াকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। গ্রামবাসী জানায়, ঘাতক ফুল মিয়া একজন জুয়াড়ু এবং মাদকাসক্ত ব্যক্তি। ফুল মিয়া ও রুবি বেগমের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। গাবতলী মডেল থানার ওসি শাহীদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফুল মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিহত রুবি বেগম একই পাড়ার আব্দুর রশিদের কন্যা। এ ঘটনায় রুবির পিতা বাদী হয়ে গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Comments
Loading...