Connecting You with the Truth

গাবতলীতে লাইনে রোপন নেপালী র্স্বনা আমন ধান ক্ষেত পরিদর্শন

VLUU L100, M100  / Samsung L100, M100

গাবতলী(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার গাবতলী সাবেকপাড়া-আটবাড়ীয়া ও কাগইলের তেলকুপি গ্রামে লাইনে রোপন করা টিআমন নেপালী র্স্বনা ধান ক্ষেত পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার কৃষকদের মাঝে কৃষি তথ্য ও পরামর্শ দেন গাবতলী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিএস তনশ্রী, মোছাঃ আক্তার জাহান ও জাহেদুল ইসলাম জাহিদ। এসময় উপসি’ত ছিলেন কৃষক নাজিমুদ্দিন, ইউনুছ আলী, শিপন মিয়া, আব্দুর রশিদ, আকবর আলী তারা, আব্দুল জোব্বার প্রমূখ।

Comments
Loading...