Connecting You with the Truth

গোপালগঞ্জের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃ জেলা মাধ্যমিক স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রাজ্জাক শেখ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। সোমবার উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা এআর উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত রাজ্জাক শেখ ধোপাদী গ্রামের বাদশা শেখের ছেলে। গুরুতর আহত মজিবর রহমান (৪৫) আঃ রহমান ((২০) মেহেদী (১৮) ও মেরাজুল (২২), সুমনকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটি ও হাতাহাতি হয়। পরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নওহাটা ও ধোপাদি দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পায়। সংঘর্ষে রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের ২০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.