‘নিজের বোমায়’ আহত শিবির কর্মীর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি:
অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে ‘হাতবোমা ছুড়তে গিয়ে’ নিজের হাতেই বিস্ফোরণে আহত ইসলামী ছাত্রশিবিরের কর্মী মো. সাকিব ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত কাল ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সাকিব মারা যায় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ জানিয়েছেন।
এর আগে বিস্ফোরণে আহত সাকিবকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় ঢাকায় আনা হয়েছিল বলে জানান তিনি। নগরীর বায়তুশ শরফ মাদ্রাসার ছাত্র সাকিব (২১) ইসলামী ছাত্র শিবিরের ‘সাথী’ বলে পুলিশ জানিয়েছে। গত ২০ জানুয়ারি রাতে সাকিব ও অন্য এক যুবক ব্যাটারিচালিত একটি রিকশা চড়ে যাওয়ার সময় নগরীর কদমতলীর কাছে আটমাসিং মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। “পরে আরও একটি হাতবোমা ছুড়তে গেলে সেটি রিকশার হুডে লেগে সাকিবের হাতেই বিস্ফোরিত হয়ে যায়। এতে সাকিব আহত হয়। রিকশায় থাকা অন্য যুবক পালিয়ে গেলেও আহত অবস্থায় সাকিবকে গ্রেপ্তার করা হয়,” বলেছেন কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম। ঢাকায় আনার আগে সাকিবকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।