Connecting You with the Truth

চট্টগ্রামে ফেনসিডিল বিক্রেতা দুই বোন গ্রেপ্তার

ARREST picচট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ফেনসিডিল এবং ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই নারী মাদক বিক্রেতা হল, ফাতেমা বেগম (৩৫) ও আলমাস বেগম (৩৭)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। কোতয়ালি থানার এস আই নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, আটক দুই বোন সিনেমা প্যালেসসহ আশপাশের এলাকায় ফেনসিডিল বিক্রি করে। তারা ভ্যানিটি ব্যাগে ফেনসিডিল রাখে এবং সেগুলো নিয়ে মধ্যরাতে বের হয়। নির্দিষ্ট ক্রেতা তাদের কাছ থেকে ফেনসিডিল নিয়ে যায়। তারা কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো নিয়ে আসে বলেও জানান তিনি। আটকের সময় ফাতেমার কাছ থেকে ১৫টি এবং আলমাসের কাছ থেকে ১০টি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাছাড়া ফাতেমার ব্যাগে তল্লাশি করে ফেনসিডিল বিক্রির ৪০ হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই নাজিম উদ্দিন ভূঁইয়া বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments
Loading...