Connect with us

জাতীয়

ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে -ওবায়দুল কাদের

Published

on

obaidul-kaderস্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে মানুষের মন জয় করে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি ২০১৫ সালে এ সংগঠনের সুনামের ধারা একধাপ এগোবে।’ এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রযুক্তি ও আদর্শের সমন্বয়ে কাজ করার পরামর্শও দেন তিনি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার দিনবদলের সনদকে কাজে লাগাতে হবে। ২০১৫ সাল একই সঙ্গে ‘চ্যালেঞ্জিং’ ও ‘ডিলাইটফুল’ হবে। আমাদের কর্মীদেরকে শুধু পরবর্তী নির্বাচন নয়, মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে।’ এ সময় তিনি বলেন, ‘আমাদের বড় শত্র“ সাম্প্রদায়িকতা, এটি রুখতে কাজ করতে হবে। পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, এ সেতু শেখ হাসিনা সরকারের বিরাট এক অর্জন। কেউ ভাবতে পারেনি, নিজস্ব অর্থায়নে এই সেতু হবে। পদ্মা সেতু এখন অবাস্তব কল্পনা নয়, দিনের আলোর মতো পরিষ্কার বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ জানে বাংলাদেশ সম্ভাবনাময় দশটি দেশের একটি। বিরোধী জোটকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠিন পদক্ষেপ নেবে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারা অংশ নেন। সমাবেশে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে থেকে শাহবাগ, মৎস ভবন হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুল জনসমাগমের কারণে এ সময় শাহবাগ থেকে পল্টন পর্যন্ত রাস্তায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *