চট্টগ্রামে ১৭ ঘণ্টা পর নিখোঁজ পরীক্ষার্থীর লাশ উদ্ধার
নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক এইচএসসি পরীক্ষার্থী লাশ পাওয়া গেল চট্টগ্রামের উত্তর কাট্টলীতে। বুধবার সকাল সাড়ে ৭টায় একটি নির্মাণাধীন মন্দির থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানায়, গতকাল দুপুরে থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী সুমিত দত্ত। সন্ধ্যায় আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা।
সকালে নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে বাড়ির পাশে নির্মাণাধীন মন্দিরের একটি ঘরে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সুমিতকে হত্যা করা হয়েছে। স্বজনরা বলেন, ‘আমরা ৪টা থেকে খোঁজাখুঁজি শুরু করেছি। কোথাও না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় ডিডি করেছি।’
চট্টগ্রাম আকবর শাহ থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর রিপোর্ট বের হলে বলা যাবে।