Connecting You with the Truth

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অাবেদন শুরু

রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া রোববার মধ্যরাত ১২টা এক মিনিট থেকে শুরু হয়েছে। এছাড়া চবি’র ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। ৬ সেপ্টেম্বর রোববার চবি’র চারুকলা ইন্সটিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম শুরু হয়েছে। টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তিইচ্ছুরা আবেদন করতে পারবেন বলে চবি উদ্বোধনী ঘোষণায় জানানো হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যরাত ১১টা ৫৯ মিনিট সময় পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপাচার্য বলেছেন, এ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৬৫৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ২০১৫ ও ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও ভর্তির জন্য আবেদন করা যাবে। এ বছরও ভর্তি আবেদন ফরমের দাম বরাবর ৪৭৫ টাকা রাখা হয়েছে। শিক্ষার্থীরা cu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন বলে জানান তিনি।

Comments
Loading...