চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পেলেন মেয়র প্রার্থী নাছির
বাংলাদেশেরপত্র অনলাইন: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আ জ ম নাসিরকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ । শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।
গণভবন থেকে বেরিয়ে এলে আ জ ম নাসিরকে দলীয় কর্মীরা ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মেয়র প্রার্থী বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত নেতা- কর্মী, মন্ত্রী, এমপি সবাইকে নিয়েই চট্টগ্রামের উন্নয়ন করা হবে। এছাড়া বাণিজ্যিক এই শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধান করা এবং চট্টগ্রামের হারিয়ে যেতে বসা প্রাকৃতিক নিসর্গ পুনরায় ফিরিয়ে আনাও প্রাধান্য পাবে বলে জানান তিনি।