Connecting You with the Truth

চতুর্থবারের মত ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে নেতানিয়াহুর পরীক্ষা

c909dd9802d24e24a7947b0332e113ff_18আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ফের জয় পেলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অনুমোদন করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। গত বছর ডিসেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আগাম নির্বাচনের ঘোষণা অনুযায়ী হচ্ছে এই নির্বাচন। ফের ক্ষমতায় গেলে চতুর্থবারের মত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। নির্বাচনী জরিপে নেতানিয়াহুর লিকুইদ পার্টি মধ্যবামপন্থি বিরোধীদলীয় জোট ‘দ্য জায়নিস্ট ইউনিয়ন’ থেকে পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে ভোটার সমর্থন বাড়াতে নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অপরদিকে নির্বাচিত হলে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার প্রতিশ্র“তি দিয়েছে জায়নিস্ট ইউনিয়ন। বিবিসি বলছে, নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ বিজয় পাওয়ার আশা করছে না। ভোটের আগে এনআরজি সংবাদ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের কাছে ভূমি ছেড়ে দিলে ইসরায়েলকে ইসলামপন্থিদের হামলার ঝুঁকির মুখে ছেড়ে দেয়া হবে। “বালিতে নিজের মাথা গোঁজার কাজ কে করবে। কিন্তু বামপন্থিরা তাই করছে, বালিতে মাথা গুঁজেই যাচ্ছে,” বলেন তিনি। এর মানে কি তিনি নির্বাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, এমন প্রশ্ন করা হলে উত্তরে নেতানিয়াহু বলেন, “অবশ্যই”। ২০০৯ সালের জাতীয় নির্বাচন কালে নেতানিয়াহু ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিনিময়ে সামরিক বাহিনীবিহীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন করেছিলেন। রোববার নির্বাচনপূর্ব সর্বশেষ জনমত জরিপে জায়নিস্ট পার্টি ইসরায়েলি পার্লামেন্টের অধিকাংশ আসনে জয় পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। তবে সংবাদাতারা জানিয়েছেন, নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই পরবর্তী ইসরায়েলি সরকারও জোট সরকারই হবে। তবে ওই জোট গঠনে নির্বাচনী ফলাফলের পর দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন তারা।

 

 

Comments
Loading...