Connect with us

আন্তর্জাতিক

মিশরে ব্রাদারহুড প্রধানের মৃত্যুদণ্ড

Published

on

EGYPT-POLITICS-TRIAL-BADIEআন্তর্জাতিক ডেস্ক:

মিশরে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের (এমবি) প্রধান মোহামেদ বাদাইসহ আরো ১৩ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সহিংসতার অভিযোগে সোমবার তাদের এই দণ্ড দেয়া হয়। এরআগেও বাদাইকে আরো বেশ কয়েকটি আদালত বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। পরবর্তী সময়ে দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়া হয়েছে। ২০১৩ সালে মুসলিম ব্রাদার হুডকে (এমবি) সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে মিশর সরকার। অপরাধ আদালতের এই রায় দেশটির সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে বিবেচনার জন্য পাঠানো হবে। এটি একটি আনুষ্ঠানিকতা। এই রায়ের বিরুদ্ধে এখনো আপিল করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত রায় দেয়ার জন্য ১১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এর আগে দেশটিতে ২০১৪ সালের এপ্রিলে এক গণবিচারের রায়ে ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই রায় তখন বিশ্বব্যাপী মানবাধিকার গোষ্ঠীগুলোর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল। ২০১৩ সালের জুলাইয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পথ ধরে নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। এরপর থেকে ইসলামপন্থি সংগঠনটির বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করে সরকার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *