চলছে বেরোবির শিক্ষক সমিতির নির্বাচন,করা নিরাপত্তা জোরদার
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বেগম রোকেয়া বিশবিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ১৫ মিনিট দেরিতে ভোট গ্রহন শুরু হয় ।প্রথম ভোটটি ১০ টা ৪৫ মিনিটে ফেরদৌস রহমান (সহযোগী অধ্যাপক ) মাধ্যমে শুরু হয় বলে জানা যায় । এখন উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে । নির্বাচন উপলক্ষে নির্বাচন কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ ক্যাম্পাসে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে ।
নির্বাচন কার্যালয় সুত্র থেকে জানা যায় ভোট গ্রহন বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলবে এবং নির্বাচনের ফলাফল রাত ৯ টার দিকে প্রকাশ করা হবে ।এদিকে নির্বাচনের দুই প্যানেলের প্রার্থীরাই জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন ।