Connecting You with the Truth

চাঁদপুরে তেলবাহী ট্যাঙ্ক লরি বিস্ফোরণ; আহত ১৫

Chandpur চাঁদপুর

চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুর জেলায় তেলবাহী একটি ট্যাঙ্ক লরি বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর জেলা শহরের একটু বাইরে বঙ্গবন্ধু সড়কে একটি তেলের দোকানে ঐ তেলবাহি ট্যাঙ্ক লরিটি থেকে তেল লোড করা হচ্ছিল। সেসময় লরিটিতে কোন ভাবে আগুন লেগে যায়। এরপর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের মালিক এবং ছেলেসহ কয়েকজন তাৎক্ষনিকভাবে অগ্নিদগ্ধ হন। এসময় আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে আরও কয়েকজন অগ্নিদগ্ধ হন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল জানিয়েছেন, ”আশংকাজনক ছয়জনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন দুইজন। যাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কয়েকজন।”
কি কারণে তেলবাহী ট্যাঙ্ক লরিতে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে ঘটনাস্থলে কর্মরত দমকল বাহিনীর কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

Comments