Connecting You with the Truth

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, পানিতে ‘পলি ফ্লাওয়ার’ জীবাণু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকায় গত এক সপ্তাহ ধরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে তেমন ব্যবস্থা নেয়া হয় নি। এমনকি সরবরাহকৃত পানিতে ‘পলি ফ্লাওয়ার’ নামে জীবাণু পাওয়া গেলেও পৌর কর্তৃপক্ষের টনক নড়ে নি।
গত ২৪ ঘণ্টায় ১শ’ ডায়রিয়া রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি এবং ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাসহ আশপাশের জায়গায় রোগীদের ঠাঁই মিলেছে। এসব রোগীদের সেবা দিতে স্বল্প চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া, বালুবাগান, ফকির পাড়া কলোনি, শাহীবাগ, বটতলাহাট, বালুগ্রাম, মিস্ত্রীপাড়া, আজাইপুর ও পোলাডাঙ্গা এলাকার ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তবে প্রতিদিনই ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চিকিৎসা নিতে আসা পোলাডাঙ্গার নাজমা ও আসিয়া জানান, তারা পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে থাকেন। হঠাৎ করে গত বুধবার রাতে বমি ও পাতলা পায়খানা শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. আলাউদ্দিন জানান, ইতোমধ্যে পৌরসভার সরবরাহকৃত নমুনাপানি সংগ্রহ করে ঢাকার মহাখালি রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠালে পানিতে “পলি ফ্লাওয়ার” নামে জীবাণু পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন। এ পানি খেয়েই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন।
স্বাস্থ্য বিভাগ থেকে নবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষকে দূষিত পানির বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন জানান, ১৫নং ওয়ার্ডের পাইপ লাইন পরিষ্কার ও পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। তিনি আরো জানান, রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সিনিয়র কেমিস্ট দল আসবেন।
অন্যদিকে নবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ ড্রেন থেকে ময়লা উত্তোলন করে তা কয়েকদিন ধরে অপসারণ না করায় তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে এলাকা দূষিত করছে।

Comments