Connecting You with the Truth

চীনে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন

china-parade

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে তেশরা সেপ্টেম্বর এক বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। রাজধানী বেইজিং এর তিয়ানামেন চত্বরে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।

বিজয় দিবসের এই আয়োজনে অতিথি ও জনসাধারণের জন্য বাড়তি আসনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময়ব্যাপী অনুষ্ঠানের কথা মাথায় রেখে চেয়ারগুলো তৈরি করা হয়েছে পানিরোধক ও আরামদায়ক উপকরণ দিয়ে।

রয়টার্স জানায়, মোট ৪০ হাজার দর্শক সরাসরি এই কুচকাওয়াজ উপভোগ করতে পারবেন। এজন্য একপাশে ৩৬০ বর্গফুটের একটি টেলিভিশন স্থাপন করা হয়েছে। চেয়ারের নীচে প্রত্যেকের জন্য থাকবে সানগ্লাস, রেইনকোট, পানির বোতল, টিস্যুসহ অন্যান্য জরুরি উপকরণের একটি ব্যাগ।

গত তিন-চারদিন ধরে আসন বিন্যাসের পাশাপাশি অতিথিদের দাওয়াত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments