Connecting You with the Truth

চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

Capture
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ৬ নদশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, রাত একটা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কিঘাই প্রদেশের মেনইউয়ান থেকে ৩৩ কিলোমিটার দূরে জনবসতিহীর এলাকায় ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ভূতিকম্পে ২০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া আরো ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ এলাকায় ৭০০ তাবু পাঠানো হয়েছে।

Comments
Loading...