Connect with us

দেশজুড়ে

নওগাঁয় দেশি জাতের ভূই করলা চাষ; বাম্পার ফলনের সম্ভাবনা

Published

on

IMG_20160119_101508 (1)আল ইমরান হোসেন, নওগাঁ: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের উর্বর মাটিতে ফলে নানা রকমের শাক সবজি। আর করলা সবজি হিসাবে সবার কাছে খুবই জনপ্রিয়। নওগাঁ সদর ও নিকটতম উপজেলাতে এই বছর ব্যাপকহারে দেশি জাতের ভূই করলার চাষ করেছেন কৃষকরা। নওগাঁ সদর উপজেলার শশীর মোড় এলাকার কৃষক সুমন(৩০) প্রায় ২ বিঘা জমিতে এই দেশি জাতের ভূই করলা চাষ করেছেন। এই ২বিঘা জমিতে করলা চাষ করতে প্রায় ১০০০০ টাকা খরচ হবে তিনি জানান। নিয়মিত ভাবে কীটনাশক প্রয়োগ না করলে করলার গাছে বিভিন্ন ধরনের সংক্রামক রোগবালাই আক্রমনের আশংখা রয়েছে। তাই নিয়মিত করলার গাছে কীটনাশক প্রয়োগ করতে হয়। এই বছরে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *