চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। রোববার সকাল ৭টার দিকে উপজেলার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন আলমসাধুর চালক জজ মিয়া (৩২)। বাকিরা আলমসাধুর যাত্রী। হতাহতদের সবার বাড়ি উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে ১৫-১৬ জন শ্রমিক আলমসাধুতে করে কর্মস্থলে যাওয়ার পথে জয়রামপুর বটতলা এলাকায় আসার পর ট্রাকের সঙ্গে আলমসাধুর আংটা বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর চালকসহ আটজন নিহত হন।আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুইজন।