Connecting You with the Truth

রাজশাহীর জঙ্গি আস্তানা থেকে দুই শিশু উদ্ধার; নারীর আত্মসমর্পণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামের জঙ্গি আস্তানার সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ জঙ্গি এবং ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হওয়ার পর আস্তানার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় আস্তানার এক নারী আত্মসমর্পণ করেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত দুই শিশুর নাম সুরাইয়া (দেড় মাস) ও জোবায়ের (৭)। আর আত্মসমর্পণকারী নারীর নাম সুমাইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফায়ার সার্ভিসের একটি দল নিরাপদ দূরত্ব বজায় রেখে জঙ্গি আস্তানায় পানি ছিটাচ্ছিল। এ সময় ওই আস্তানা থেকে দুই শিশুসহ আটজন বের হন। বের হয়েই তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর বোমা ও বর্শা নিয়ে হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জঙ্গিরা আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচ জঙ্গি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জঙ্গিদের বোমার স্প্রিন্টারে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যে নাম উৎপল ও তাজুল। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আত্মঘাতি বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে পাঁচটি লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশেই ছিলেন দুই শিশুসহ সুমাইয়া নামের ওই নারী। এ সময় পুলিশ সুমাইয়ার প্রতি আহ্বান জানায় দুই শিশুকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। পরে সুমাইয়ার নির্দেশে সাত বছরের শিশু জোবায়ের দেড় মাস বয়সী শিশু সুরাইয়াকে কোলে নিয়ে পুলিশের কাছে আসে। এ সময় পুলিশের দেওয়া পোশাক পড়ে সুমাইয়া আত্মসমর্পণ করেন।

Comments
Loading...