Connecting You with the Truth

জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণখান ফায়দাবাদে শোক সভা অনুষ্ঠিত 

উত্তরা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দক্ষিণখান ফায়দাবাদে একটি শোকসভার আয়োজন করা হয়। গত ২৯ শে আগস্ট শুক্রবার উত্তরা আওয়ামী লীগের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে দক্ষিণখান ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যলিটি কোটবাড়ী রেল গেইট হয়ে সভায় মিলিত হয়। এছাড়াও উত্তরার বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন শোকসভায় যোগদান করে। সভায় সভাপতিত্ব করেন এসএম মাহাবুব আলম। সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হীরুসহ ঢাকা মহানগরের সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এবং সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৫ই আগস্ট নির্মমভাবে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত আল বদরদের হাত থেকে রেহাই পায়নি। এর বিচার বাংলার মাটিতে হবেই হবে।

Comments
Loading...