জামায়াতের পটিয়া পৌর আমির মোজাফফর গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসভা জামায়াত-শিবিরের আমির মোজাফফর আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ২ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া উপজেলা থানার ওসি রেফায়েত উল্লাহ্ জানিয়য়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত-শিবিরের আমির মোজাফফর আহমেদকে পৌরসভার ছন্দা সিনেমা হলের পাশে একটি মসজিদের দোতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত আগস্টে উপজেলার জামায়াত-শিবিরের আমিরসহ মোট ৯জন সক্রিয় সদস্যকে একটি গোপন বৈঠক থেকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। ওই বৈঠকে মোজাফফরও ছিল পুলিশ জানতে পারে। ওই দিন পুলিশের অভিযান টের পেয়ে এই পৌর অমির পালিয়ে যায়। তারপর থেকেই পুলিশ তাকে খুঁজছে। এই পৌর অামিরের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট পটিয়ার পাইকপাড়া এলাকায় গোপন বৈঠক থেকে উপজেলা জামায়াত-শিবিরের আমিরসহ মোট ৯জন সক্রিয় সদস্যকে আটক করে পুলিশ। ওই আটককৃত ৯জন ছিল- উপজেলা জামায়াত আমীর মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক(৫০), নজরুল ইসলাম চৌধুরী(৪০), মোহাম্মদ ইসহাক(৫৯), জসীম উদ্দিন(৩৪), হোসাইন আহমদ(৬৫), মো. ইকবাল(৫০), মাহমুদুল হক(৬২). আবদুল আলীম চৌধুরী(৭৬) ও নুরুল আলম। সে সময় তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র ও সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছিল।
বাংলাদেশেরপত্র/এডি/আর